পটুয়াখালীর বাউফল উপজেলায় কোল থেকে ছিটকে পড়ে বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সোয়া একটার দিকে উপজেলার হোগলা দীনিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম ইয়ামিন হোসেন। সে হোগলা গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। মাদ্রাসাটির প্রথম শ্রেণির ছাত্র ছিল ইয়ামিন। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। জাকির হোসেন পেশায় ট্রলিচালক।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার মাদ্রাসায় ইয়ামিন হোসেনের ছিল কোরআন বিষয়ে মৌখিক পরীক্ষা। পরীক্ষা শেষে বেলা একটার দিকে ইয়ামিন মাদ্রাসা থেকে বের হলে তার বাবা জাকির হোসেনের সঙ্গে দেখা হয়। এ সময় জাকির ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন। ছেলেকে দেখে ট্রলি থামিয়ে ইয়ামিনকে কোলে তুলে তাঁর পাশে বসিয়ে বাড়ির পথে রওনা হন। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ ট্রলির সামনের বাঁ পাশের চাকা সড়কের গর্তে পড়ে যায়। এতে বাবার কোল থেকে ইয়ামিন ছিটকে পড়ে ট্রলির পেছনের চাকায় পিষ্ট হয়। আশপাশের লোকজন ইয়ামিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইয়ামিনের বাবা জাকির হোসেন বলেন, ছেলেটা প্রচণ্ড রোদের মধ্যে হেঁটে বাড়ি ফিরছিল। এ কারণে ছেলেকে তাঁর ট্রলিতে ওঠান। কিন্তু মুহূর্তের মধ্যে কী হলো, বিশ্বাসই করতে পারছেন না।
ঘটনাটি খুবই বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান।