চুয়াডাঙ্গায় শুরু হয়েছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব শুর হয়েছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া জুবিলি মাধ্যমিক বিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব-২০২৩। ‘যোগ দাও যুক্তির মেলায়’ প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া জুবিলি মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় আজ সকাল ৯টায় বিতর্ক উৎসবের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রথম আলো বন্ধুসভার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আওলিয়ার রহমান।

বিতর্ক উৎসবের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া জুবিলি মাধ্যমিক বিদ্যালয়ে

প্রথম আলো বন্ধুসভার সদস্য নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রথম আলোর ঢাকা কার্যালয়ের সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত সুলতানা। বিতর্ক উৎসবে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ১৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

১৪ জুলাই থেকে পুষ্টির পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর উদ্যোগে খুলনা ও রংপুরে এ স্কুল বিতর্ক উৎসব শুরু হয়। দেশের ৩৯টি অঞ্চলে এ উৎসব হচ্ছে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্বে অংশ নেবে। প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এ প্রতিযোগিতার প্রচার সহযোগী নাগরিক টিভি।