নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৫)। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
এ সময় কনের চাচাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে না দেওয়ার বিষয়ে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার ওই অভিযানটি পরিচালনা করেন। প্রথম আলোকে ইউএনও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের আলম কমিউনিটি সেন্টারে এক কিশোরীর (১৫) বাল্যবিবাহের আয়োজন চলছে। তাৎক্ষণিক তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। তখন বিবাহের আয়োজন বন্ধের নির্দেশ দেন এবং কনের চাচাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ওই কিশোরীর বাবা একজন প্রবাসী। অভিযানে কিশোরীর বয়স প্রমাণের কাগজপত্র চাইলে পরিবারের লোকজন তা দেখাতে ব্যর্থ হন।