গণপিটুনি
গণপিটুনি

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে দুই ভাই নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের জাপানের বিল এলাকায় ভোলাহাট-রহনপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন উপজেলার দুর্গাপুর কামারপাড়ার মো. ইয়াকুব (২২) ও মো. আলমগীর (২৪)। তাঁর দুজন দুর্গাপুর কামারপাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে।

জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আফাজউদ্দীন বলেন, গতকাল রাতে ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রীদের কাছে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় অপর দুই ছিনতাইকারী পালিয়ে গেছেন।

নিহত দুই ভাইয়ের চাচা সাদিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুজনের বিরুদ্ধে থানায় মামলা আছে। কিছুদিন আগে তাঁর ছোট ভাতিজা হাজত খেটে এসেছে। দুই ভাই মাঝেমধ্যে কাজ করত, আবার চুরিও করত। লোকজন তাঁদের মেরে না ফেলে পুলিশের হাতে তুলে দিতে পারত। আইনের মাধ্যমেই তাদের বিচার হতো। গণপিটুনি দিয়ে হত্যা করে অন্যায় করা হয়েছে। এর বিচার হওয়া দরকার।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান বলেন, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।