শেখ হাসিনা ও ওবায়দুল কাদের
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমানের নামে আরও একটি হত্যা মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মো. আরাফাত হোসেন আকাশের (১৬) বাবা মো. আকরাম হোসেন বাদী হয়ে আজ সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। নিহত আরাফাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসেকপুর এলাকার আকরাম হোসেনের ছেলে। তাঁরা সিদ্ধিরগঞ্জ থানার নয়াআটি মুক্তিনগর এলাকার এলাকায় ভাড়া থাকতেন। নিহত আরাফাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ওয়াসেকপুর উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করত।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাবেক সভাপতি মতিউর রহমান, সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার হোসেন (৪৮), ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম।

এ নিয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় জেলার বিভিন্ন থানায় ২০টি হত্যাসহ মোট ২৪টি মামলা দায়ের করা হলো। এর মধ্যে ১৬টি হত্যাসহ ১৭ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।

ওসি আল মামুন প্রথম আলোকে বলেন, গুলিতে স্কুলছাত্র মো. আরাফাত হোসেন আকাশের মৃত্যুর ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে হত্যা মামলাটি করেন।