২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিনিয়র জেল সুপার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক)
দুর্নীতি দমন কমিশন (দুদক)

প্রায় সোয়া দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ (৫৮) ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। আজ বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার সহকারী পরিচালক পাপন কুমার সাহা ওই মামলা করেন।

শাহজাহান আহমেদ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সাবেক সিনিয়র জেল সুপার। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার। তাঁর স্ত্রী খন্দকার নুরুন নাহার লোটাস (৫২) গৃহিণী। তাঁদের স্থায়ী ঠিকানা মৌলভীবাজার জেলার গুমড়া এলাকায়। রাজধানীর মালিবাগের এসইএল কাজী নিবাস অ্যাপার্টমেন্টের বাসিন্দা তাঁরা।

শাহজাহান আহমেদ ১৯৯৯ থেকে ২০২২ সালের বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মস্থলে দুর্নীতি করেন।

দুদক সূত্রে জানা গেছে, শাহজাহান আহমেদ ২০২০ সালের ২৬ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছিলেন। এ সময়ে তাঁর দুর্নীতির বিষয়টি ধরা পড়ে। তিনি ১৯৯৯ থেকে ২০২২ সালের বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মস্থলে দুর্নীতি করেন। তিনি ও তাঁর স্ত্রী একে অপরের সহায়তায় যথাক্রমে ৭২ লাখ ৯ হাজার ২২২ টাকা ও ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৭৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজেদের ভোগদখলে রেখে অপরাধ করেছেন।

অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে শাহজাহান আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল ধরেননি। পরে খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

দুদক কুমিল্লার উপপরিচালক মো. ফজলুল হক বলেন, মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।