জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আহত কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া শিক্ষার্থীর নাম নাজমুল ইসলাম (২০)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি এলাকার আলমাস হোসেনের ছেলে। স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি। ঈদের তৃতীয় দিন বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের তৃতীয় দিন বিকেলে নাজমুল ইসলাম ও তাঁর দুই বন্ধু মিলে একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। উপজেলার সানন্দবাড়ী থেকে ডাংধরার দিকে যাচ্ছিলেন তাঁরা। ওই এলাকার পাথরেরচর সেতুতে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কংক্রিটের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেল চালাচ্ছিলেন নাজমুল, তিনি মাথায় গুরুতর আঘাত পান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়। পরদিন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা গেছেন তিনি।
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম বলেন, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিক্ষার্থী নাজমুল ইসলামের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।