কুড়িগ্রামের ফুলবাড়ীতে দশম শ্রেণিতে পড়া এক ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা করেছে ছাত্রীর পরিবার। আজ বৃহস্পতিবার সকালে ছাত্রীর বাবা থানায় অপহরণের অভিযোগ জমা দিলে পুলিশ সেটি মামলা হিসেবে রেকর্ড করেছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
মামলার বাদী অপহৃত ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে স্থানীয় বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে অনন্তপুর গ্রামের আলিনুর তাকে উত্ত্যক্ত করত। এ নিয়ে ছয় মাস আগে স্থানীয়ভাবে সালিস হয়েছে। এরপরও সে আমার মেয়েকে বিরক্ত করত। কয়েক দিন আগে হুমকি দিয়ে বাসার সামনে গাছে চিঠি রেখে যায়। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে ছিলাম। অবশেষে হুমকিদাতা পরিকল্পনা বাস্তবায়ন করল।’
দক্ষিণ অনন্তপুর ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল ছালেক বলেন, মেয়েটির বাবা, স্বজনসহ তিনি রাতেই অভিযুক্ত ছেলের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু বাড়িতে তাঁদের খোঁজ পাওয়া যায়নি। পরে মেয়ের বাবাকে আইনগত পদক্ষেপ নিতে বলেন।
ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান প্রথম আলোকে বলেন, অপহরণের হুমকির পর স্থানীয় একজন থানায় জিডি করেছিলেন। তিনি নিজে দুইবার এলাকায় গিয়ে সবার সঙ্গে কথা বলেছেন। তখন তাঁরা বিষয়টিকে সাধারণ ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছিলেন। গতকাল মেয়েটিকে অপহরণের পর স্বজনদের কেউ তাঁদের ঘটনা জানাননি। আজ মেয়েটির বাবা থানায় অপহরণের অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থী অপহরণের বিষয়টি শুনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।