সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টা ১৪ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল জানাতে পারেনি সিলেট আবহাওয়া অধিদপ্তর।
এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর ভারতের আসামে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যা সিলেটেও অনুভূত হয়েছিল। একই বছরের ১৪ ও ২৯ আগস্ট সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছিল। ওই দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার মধ্যেই।
বুধবারের ভূমিকম্পের বিষয়ে সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ঢাকার আবহাওয়া অধিদপ্তর থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে বলে জানা গেছে। বিস্তারিত প্রতিবেদন অধিদপ্তর তৈরি করছে। পরবর্তী সময়ে বিষয়টি জানা যাবে।
এদিকে বুধবার সন্ধ্যায় হওয়া ভূমিকম্প অনেকেই টের পাননি। তবে ভবনে থাকা বাসিন্দারা ভূমিকম্প টের পেয়েছেন।
নগরের নয়াসড়ক এলাকার বাসিন্দা মনসুর উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর বাসা তৃতীয় তলায়। সন্ধ্যায় ভূমিকম্পটি তিনি অনুভব করতে পেরেছেন। ঘরে তিনি ও তাঁর স্ত্রী ছিলেন। ভূমিকম্প অনুভূত হওয়ার পর তিনিসহ তাঁর স্ত্রী নিরাপদে নিচতলায় নেমে যান।