পলিথিনবিরোধী অভিযানে ভুয়া ‌‌‌ম্যাজিস্ট্রেট, ৬ মাসের সাজা দিলেন আসল ম্যাজিস্ট্রেট

ময়মনসিংহের গফরগাঁওয়ে আটক ভুয়া ম্যাজিস্ট্রেট’ তুষার মিয়া। তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবগঞ্জ বাজারে
ছবি: সংগৃহীত

পরনে কালো ব্লেজার ও আকাশি নীল শার্ট। পকেটে কলম ও হাতে একটি ক্লিপবোর্ডে কিছু কাগজ। নিজেকে স্বাস্থ্য অধিদপ্তরের ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ পরিচয় দিয়ে শুরু করেন অভিযান। সাতসকালে মানুষের ঘুম ভাঙার আগেই গ্রামের বাজারে হানা দেন এই ‘ম্যাজিস্ট্রেট’। ওই সময় ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটের সঙ্গে লোকজন ও গাড়ির কথা জানতে চাইলে অসংলগ্ন কথা বলতে শুরু করেন কথিত ম্যাজিস্ট্রেট। খবর পেয়ে পুলিশ ও আসল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেলে ধরা পড়ে ভুয়া ম্যাজিস্ট্রেটের কাণ্ড। ওই অবস্থায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ওই ভুয়া ম্যাজিস্ট্রেটকে কারাগারে পাঠানো হয়।

ময়মনসিংহের গফরগাঁওয়ের যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এমন ঘটনা ঘটেছে। ‘ম্যাজিস্ট্রেট’ পরিচয় দিয়ে প্রতারণাকারী ব্যক্তির নাম তুষার মিয়া (৪২)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মধ্যবাজার রথপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আজ সকাল ৮টার দিকে শিবগঞ্জ বাজারে পলিথিনবিরোধী অভিযান শুরু করেন ওই ভুয়া ম্যাজিস্ট্রেট। নিজেকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিচ্ছিলেন প্রতারক তুষার মিয়া। ব্যবসায়ী বুলু মিয়া ও ফোরকান আলীর দোকানসহ তিনটি দোকানে তল্লাশি করে পলিথিন বের করে জড়ো করা হয়। এমন দৃশ্য দেখে বাজারের অন্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা বাইরে অবস্থান করেন। ওই সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশ ও নিজের সরকারি গাড়ি কেন নেই—এমন প্রশ্ন শুরু করেন ব্যবসায়ীরা। তখন ভুয়া ম্যাজিস্ট্রেট জানান, তাঁর গাড়ি ও লোকজন পাশের ভালুকা উপজেলার শান্তিগঞ্জে আছে। কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এতে লোকজনের সন্দেহ আরও বেড়ে যায়। তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেটকে থানায় নিয়ে যায়।

পরে বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে পুনরায় প্রতারক তুষার মিয়াকে নেওয়া হয়। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আমির সালমান রনি প্রথম আলোকে বলেন, ‘প্রতারক ব্যক্তি আগে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তিনি খুবই ধূর্ত। তাঁর সঙ্গে কথা বলে মনে হয়েছে, কোনো গ্যাং হিসেবে তাঁরা কাজ করেন। তবে কতগুলো ঘটনা ঘটিয়েছেন, সে বিষয় তথ্য দেননি।’

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিব্বিরুল ইসলাম বলেন, ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া ব্যক্তিকে সাজা দেওয়ার পর তাঁকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।