জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও চার প্রাধ্যক্ষের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলম, শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ তাজউদ্দীন সিকদার, আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ আ স ম ফিরোজ-উল-হাসান ও শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ সুকল্যাণ কুণ্ডু পদত্যাগ করেছেন।

তাঁরা আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) এ বি এম আজিজুর রহমান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ সহ-উপাচার্য ও চারজন প্রাধ্যক্ষ পদত্যাগপত্র জমা দিয়েছেন। সবাই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গত ১৫ জুলাই রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ও বহিরাগত সন্ত্রাসীরা মিলে হামলা চালান। এর এক দিন পর হামলাকারীদের বিচার না করে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

ওই দিন ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। এই হামলায় প্রশাসনের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা মদদ দিয়েছিলেন বলে অভিযোগ তাঁদের। মদদদাতা শিক্ষকদের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর মধ্যেই উপাচার্য মো. নূরুল আলম, প্রক্টর আলমগীর কবিরসহ অনেকেই পদত্যাগ করেছেন।