লালমনিরহাট–১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানসহ তাঁর কর্মী–সমর্থকদের ওপর হামলা, তাঁর গণসংযোগে বাধা এবং তাঁর গাড়ি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারীতে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ আসনের আওয়ামী লীগের প্রার্থীর কর্মী–সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়ক সরওয়ার হায়াত খান।
এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী (পিএস) আবু বক্কর সিদ্দিক ওরফে শ্যামলকে লালমনিরহাট–১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি আজ শুক্রবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য আতাউর রহমানের প্রধান নির্বাচন সমন্বয়ক ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খান বলেন, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানসহ তাঁর কর্মী-সমর্থকেরা গড্ডিমারী ইউনিয়নে গণসংযোগসহ নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে যান। এ সময় গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকসহ আওয়ামী লীগ, যুব ও ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী আতাউর রহমান প্রধানের পথরোধ করে গণসংযোগ করতে বাধা দেন। একপর্যায়ে তাঁরা স্বতন্ত্র প্রার্থী ও তাঁর কর্মী–সমর্থকদের ওপর হামলাসহ তাঁর গাড়ি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন।
হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের গণসংযোগে বাধা এবং তাঁর গাড়ি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনার ব্যাখ্যা চেয়ে লালমনিরহাট–১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এরশাদ আলী গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। ওই নোটিশে আবু বক্কর সিদ্দিককে শনিবার দুপুর সাড়ে ১২টায় নোটিশ প্রদানকারীর কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘনের দায়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, ২১ ডিসেম্বর রাত আটটার দিকে লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান গড্ডিমারী বাজার এলাকায় তাঁর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করতে গেলে আপনার লোকজন স্বতন্ত্র প্রার্থীকে ওই কাজে বাধা দিয়েছেন মর্মে সংবাদ প্রচার হয়। প্রকাশিত সচিত্র সংবাদ পর্যালোচনায় দেখা যায়, এতে আপনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ৯১(ক) (৩) ধারার বিধান ও সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮–এর ১১ (গ) ধারার বিধান লঙ্ঘন করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেনের পিএস আবু বক্কর সিদ্দিক ওরফে শ্যামল। তিনি দাবি করেন, স্বতন্ত্র প্রার্থী (আতাউর রহমান) গণসংযোগের নামে নৌকার বিরুদ্ধে কথা বললে স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েন। তিনি আর বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনসংক্রান্ত সব বিষয়ে প্রধানত নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ বা অবগত করার নির্দেশনা রয়েছে, পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে থাকে।