প্রথম আলো জামালপুর বন্ধুসভার উদ্যোগে বিনা মূল্যে দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। গতকাল বিকেলে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ডেফুলিবাড়ি গ্রামে
প্রথম আলো জামালপুর বন্ধুসভার উদ্যোগে বিনা মূল্যে দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। গতকাল বিকেলে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ডেফুলিবাড়ি গ্রামে

বিনা মূল্যে চিকিৎসা পেলেন অসচ্ছল ৬০০ নারী-পুরুষ

সব ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিয়ে সহযোগিতা দিয়েছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস।

মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। টাকার অভাবে ভালো কোনো চিকিৎসক দেখাতে পারছিলেন না। বন্ধুসভার বিনা মূল্যের চিকিৎসাশিবিরে চিকিৎসা নিতে এসে তিনি বলেন, ‘সাধ্য নাই ডাক্তার দেখাবার। টাকা ছাড়া ডাক্তার দেখানো যাবে শুনে এখানে আসছি। এখানে সবাই খুব যত্ন করে দেখল। পুলাগুলো ধরে ধরে ঘরে নিয়ে গেল। পরীক্ষা-নিরীক্ষা করল। ওষুধ লিখে দিল। আবার গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিল।’

মহান স্বাধীনতার মাসে প্রথম আলো জামালপুর বন্ধুসভার উদ্যোগে গত শুক্রবার দিনব্যাপী অসচ্ছল-দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ উদ্যোগের নাম দেওয়া হয় ‘স্বাধীনতা চিকিৎসা শিবির’। এদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ডেফুলিবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাশিবিরে ডেফুলিবাড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ৬০০ নারী-পুরুষ ও শিশুরা বিনা মূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। সব ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিয়ে সহযোগিতা দিয়েছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস। 

ওই ইউনিয়নের বুখুঞ্জা গ্রাম থেকে এসেছিলেন সাজেদা বেগম (৬০) ও মো. সুরুজ্জামান (৭৫) দম্পতি। দুজনের শরীরেই বাসা বেঁধেছে নানা ধরনের রোগ। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেন না। সাজেদা বেগম বলেন, ‘চার ছেলে। ঠিকমতো কেউ দেহে না। ছোট ছেলের কাছে থাহি। তাদেরই চলে না, আমগরে কেমনে চিকিৎসা করাব। মাইকে শুনছি, এখানে বিনা পয়সায় ডাক্তর দেখান যাবে। তাই দুজনে আইছি। আমগরে একটু দেহ।’ চিকিৎসাশিবিরের চিকিৎসক তাঁদের দুজনের সব সমস্যার কথা শুনে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন। পরে দুজনই হাসিমুখে বাড়ি ফিরে যান। 

সেবার মধ্যে রোগীদের সমস্যা শুনে ব্যবস্থাপত্র লিখে দেওয়া ছাড়াও ছিল রক্তের গ্রুপ নির্ণয়, উচ্চ রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস পরিমাপ, নারীদের মাসিকের বিষয়ে সচেতনতামূলক পরামর্শ, শিশুদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ। এ ছাড়া গর্ভবতী নারী, গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতা ও তার প্রতিকার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ, স্তন ক্যানসার-বিষয়ক আলোচনা। দরিদ্র রোগীদের মধ্যে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা দেন জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক জাকারিয়া জাকি, এম এ কাভী সেকান্দার আলম, কানিজ ফাতেমা, রাজেশ দেওয়ান, ওয়ালীউল্লাহ, মঞ্জুরুল হাসান, সাদিয়া তাসনিম আনিকা, ফাহমিদুল ইসলাম, সউদা হক ও সম্প্রিতা হাসিন। 

চিকিৎসাসেবা নিতে আসা জুলেখা বেগম (৫০) নামের এক নারী বলেন, ‘কয়েক দিন থেকে সর্দি-কাশিতে ভুগছি। খবর পেয়ে প্রথম আলোর চিকিৎসাশিবিরে চিকিৎসা নিতে এসেছি। গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাতে পারি না। বাইরে ৫০০ থেকে ৭০০ টাকা লাগে। এখানে ফ্রিতে বড় ডাক্তার দেখাতে পারলাম। আবার ওষুধ দিল। খুব উপকার হলো।’

‘স্বাধীনতা চিকিৎসা শিবির’–এ উপস্থিত ছিলেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, সহসভাপতি মাহবুব পারভেজ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মাওলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান, প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট, জামালপুর বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হাসান, সাবেক সভাপতি এস এম সিফাত আবদুল্লাহ, সভাপতি জাকারিয়া জাকি, সহসভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান, দপ্তর সম্পাদক সানি সিরাজ প্রমুখ।