গুড়ে রাসায়নিক মেশানোর দায়ে জরিমানা করায় ইউএনও কার্যালয়ে আখচাষিদের বিক্ষোভ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রতিবাদে শিবগঞ্জ ইউএনও কার্যালয়ের সামনে আখচাষিদের বিক্ষোভ। সোমবার দুপুরে
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গুড় তৈরিতে রাসায়নিক মেশানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত কয়েকজনকে জরিমানা করেছিলেন। এ ঘটনার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন আখচাষিরা। এ সময় তাঁরা কার্যালয়ের দেয়ালে লাগানো বড় একটা আয়না ভাঙচুর করে। আখচাষিদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে তাঁদের হয়রানি করা হচ্ছে।

শিবগঞ্জের ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরান বলেন, গতকাল রোববার শিবগঞ্জ-ধাইনগর সড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আখ থেকে গুড় উৎপাদনে হাইড্রোজ নামের রাসায়নিক দ্রব্য ও কাপড়ে ব্যবহার করা রং মেশানোর অপরাধে পাঁচজন আখচাষিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এর জেরে ধরে আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় আড়াই শ আখচাষি ইউএনও কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করেন। আখ থেকে গুড় উৎপাদনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মানবেন না বলে জানান বিক্ষোভকারীরা।

একপর্যায়ে ইউএনও কার্যালয়ে ঢোকার সময় দেয়ালে লাগানো একটি বড় আয়না ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে জানান ইউএনও। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দেড় থেকে দুই শ আখচাষি বিক্ষোভ করেছেন। পরে তাঁদের মধ্যে নেতৃস্থানীয় কয়েকজন ইউএনওর সঙ্গে কথা বলার পর পরিস্থিতি শান্ত হয়।

কৃষকেরা জানান, তাঁরা প্রতিবছরের মতো এ বছরও আখের রস থেকে গুড় তৈরির কার্যক্রম শুরু করেছেন। কিন্তু অভিযানের নামে তাঁদের হয়রানি করা হয়েছে। গুড় তৈরির চুলা, গুড় ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করা হয়েছে। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গরিব কৃষকের ওপর এটা জুলুম। এর প্রতিবাদ করতেই তাঁরা ইউএনও কার্যালয়ে এসেছিলেন।