ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্লাস্টিক গলিয়ে ডিজেল ও পেট্রল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন (৪৫) নামের কারখানার এক মালিকের মৃত্যু হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে আরেক মালিকসহ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ভায়াবহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সাইদুল ইসলাম (৩৫) ও শ্রমিক মো. লতিফ (২৫)। তাঁদের বাড়ি উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে উপজেলার ভায়াবহ গ্রামের সাহেদ আলীর ছেলে বিল্লাল হোসেন ও তাঁর পাঁচ বন্ধু মোস্তফা কামাল, রাম প্রসাদ, আশরাফুল আলম, রফিকুল ইসলাম ও সাইদুল ইসলামকে নিয়ে আট লাখ টাকা বিনিয়োগে প্লাস্টিক গলিয়ে ডিজেল ও পেট্রল তৈরির বন্ধন নামের কারখানা গড়ে তোলেন। প্রতিদিন ওই কারখানায় ৩০০ কেজি প্লাস্টিক বর্জ্য গলিয়ে ১৪০ লিটার ডিজেল ও ১০ লিটার পেট্রল উৎপাদন করা হয়। বুধবার বেলা সোয়া ১১টার দিকে কারখানাটিতে হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। এ সময় কারখানার প্রধান উদ্যোক্তা বিল্লাল হোসেন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন সাইদুল ইসলাম ও লতিফ নামের দুই ব্যক্তি। আশপাশের লোকজন খোঁজ পেয়ে সাইদুল ও লতিফকে আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হস্তান্তর করেন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং দুজন গুরুতর আহত হয়েছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, কারখানায় অগ্নিদগ্ধ হয়ে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।