আদালত
আদালত

নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পাঁচ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে (২০) শ্বাসরোধে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. শাহজামাল (৩৬)। তাঁর বাড়ি গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর গ্রামে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে শিউলি বেগমের সঙ্গে প্রতিবেশী যুবক মো. শাহজামালের প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। বিয়ের সময় ১৫ হাজার টাকা যৌতুক দাবি করা হলে শিউলির বাবা জামাতা মো. শাহজামালকে ১০ হাজার টাকা দেন। বাকি পাঁচ হাজার টাকা দিতে না পারায় শাহজামাল ও তাঁর মা–বাবা গৃহবধূ শিউলিকে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে ২০১১ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় শিউলিকে তাঁর বাবার কাছ থেকে বাকি পাঁচ হাজার টাকা এনে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। শিউলি এতে রাজি না হলে ওই দিন রাতেই তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ সময় তাঁর পাশে ছিল তিন মাসের শিশুসন্তান। ঘটনার পরপরই শাহজামালসহ পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান।

খবর পেয়ে নজরুল ইসলাম সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন। তিনি বাদী হয়ে পরদিন শাহজামাল ও তাঁর মা–বাবাকে আসামি করে হত্যা মামলা করেন। গুরুদাসপুর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম তদন্ত শেষে শুধু শাহজামালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আসে। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি আবদুল কাদের মিয়া। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে নিহত গৃহবধূর মা–বাবাকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর দণ্ডিত যুবককে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।