শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বেড়াতে এসে ভোগাই নদে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নদে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পর আজ শনিবার বিকেল চারটার দিকে ডুবুরি দল ওই দুই ভাইয়ের লাশ উদ্ধার করে।
নিহত ইফতাখারুল করিম (১৯) ও এস এম সাজিত (১৩) সম্পর্কে মামাতো–ফুফাতো ভাই। সাজিত ময়মনসিংহ শহরের হুমায়ুন কবিরের ছেলে। আর ইফতাখারুল ময়মনসিংহের হালুয়াঘাটের আহমেদ আলীর ছেলে।
জামালপুর ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনেরা বলেন, আজ দুপুরে হালুয়াঘাট থেকে ওই দুজনসহ পরিবারের ১২ সদস্য নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকায় বেড়াতে আসেন। বেলা একটার দিকে ভোগাই নদে গোসল করতে নামেন তাঁরা। এ সময় ইফতাখারুল ও সাজিত সাঁতার না জানায় নদে ডুবে যান। পরে সঙ্গে থাকা লোকজন নদে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকাবাসীকে খবর দেন। নিখোঁজের তিন ঘণ্টা পর জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ১০ মিনিটের মধ্যে ওই দুজনের লাশ উদ্ধার করে। এ সময় লাশ দেখে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন এবং শত শত মানুষ নদের পাড়ে জড়ো হন। ঘটনাস্থলে রামচন্দ্রকুড়া বিজিবির টহল দল উপস্থিত ছিল।
নিহতের চাচা ও মামা সোহরাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইয়ের ছেলে ইফতাখারুল ও বোনের ছেলে সাজিত। ওরাসহ ১২ জন বেড়াতে পানিহাটা গিয়েছিল। সেখানে তারা নদে গোসল করতে নামে। সাঁতার না জানায় দুজন নদে ডুবে যায়। পরে ডুবুরি দল এসে দুজনের লাশ উদ্ধার করে।’
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরে ডুবুরি দলের এক সদস্য পানিতে ডুবে থাকা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেন।’
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন বলেন, ওই দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।