ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মসজিদে থেকে নামাজ শেষে ফেরার পথে রবিউল ইসলাম (৫০) নামের এক ইজিবাইকচালককে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা শহরের হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।
রবিউল ইসলাম হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন স্থানীয় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, তাঁদের এলাকায় দুটি সামাজিক পক্ষ আছে। রবিউল তাঁর সমর্থক। মূলত সামাজিক বিরোধেই এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হরিণাকুণ্ডু শহরের একতারা মোড়ে ইজিবাইকের একটি গ্যারেজ ছিল রবিউলের। শুক্রবার বিকেলে ওই গ্যারেজে ইজিবাইক রেখে তিনি আসরের নামাজ পড়তে হাসপাতাল এলাকার মসজিদে যান। নামাজ শেষে ফেরার পথে হাসপাতাল মোড়ে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
সদর হাসপাতালের চিকিৎসক নাসির উদ্দিন বলেন, ওই ব্যক্তির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এ জন্য উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা মো. আক্তারুজ্জামান লিটন বলেন, ঘটনার পর এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন। সামাজিক বিরোধের কারণে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।