দিনাজপুরের হিলি রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনের অংশে ঝুলে থাকা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
হিলি রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ‘আজ বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশন অতিক্রম করার কথা ছিল। একই সময় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং করার জন্য পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে হিলি রেলস্টেশনে থামানো হয়। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনের অংশে এক নারীকে চাপা খেয়ে ঝুলে থাকতে দেখা যায়। পরে ওই নারীকে মৃত অবস্থায় দেখা যায়। ওই নারীর দুই পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে বিষয়টি হিলি রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে। ওই নারীর মরদেহ ট্রেনের ইঞ্জিনের সামনে কীভাবে এল, সেটি বুঝতে পারছি না।’
হিলি রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবু সাঈদ আরও বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশন থেকে ৪টা ২৮মিনিটে চিলাহাটির উদ্দেশে চলে যায়। বিকেল ৪টা ৪৫ মিনিটে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধারের পরপরই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে হিলি স্টেশন ছেড়ে চলে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে কথা হলে হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে এক নারীর মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধারের খবর পেয়েছি। পার্বতীপুর রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে। ওই নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। নাম-পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’