চট্টগ্রামের সীতকুণ্ড

সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আশায় উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন

সংবাদ সম্মেলন করে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন (বাঁয়ে)। আজ বিকেলে উপজেলা পরিষদের দপ্তরে
প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন পদত্যাগ করেছেন। স্থানীয় সরকার সচিব বরাবর দেওয়া পদত্যাগপত্র আজ সোমবার তিনি সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলামের দপ্তরে জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা বললেও সাংবাদিকদের বলেছেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দল থেকে প্রার্থী হওয়ার আশায় তিনি পদত্যাগ করেছেন।

এস এম আল মামুন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য এ বি এম আবুল কাশেমের বড় ছেলে।

আজ বিকেল চারটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দপ্তরে পদত্যাগের বিষয়টি জানানোর জন্য সাংবাদ সম্মেলন ডেকেছিলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ প্রমুখ।

তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর পাঠিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে এস এম আল মামুন বলেন, গত সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তখন তাঁকে জানানো হয়েছিল যেহেতু তিনি উপজেলা পরিষদের তখনকার চেয়ারম্যান, তাই তাঁকে সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া যাবে না। ফলে তিনি দলীয় মনোনয়ন পাননি। এবার তিনি আবারও দলীয় মনোনয়ন চান। সে জন্য পদত্যাগ করেছেন। তা ছাড়া উপজেলা পরিষদের মেয়াদ চার মাসের মতো বাকি আছে।

জানতে চাইলে ইউএনও কে এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেটি তিনি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেছেন। তাঁর পদত্যাগপত্র গৃহীত হলে তিনি সরকারের নির্দেশনা মোতাবেক পরবর্তী দায়িত্বপ্রাপ্তের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।