দিনাজপুরে জামাতাকে খাবার দিতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শ্বশুরের

দিনাজপুর জেলার মানচিত্র
দিনাজপুর জেলার মানচিত্র

রাতে আমবাগান পাহারা দিচ্ছিলেন জামাতা ইমরান আলী। বাড়ির অদূরে ওই বাগানে জামাতার জন্য রাতের খাবার নিয়ে যাচ্ছিলেন শ্বশুর সামসুল ইসলাম। বাগানের ভেতরে ঢুকতেই পায়ে কামড় দেয় বিষধর সাপ। পরে তিনি মারা যান। গতকাল শনিবার রাত আটটার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সামসুল ইসলাম মাহমুদপুর ইউনিয়নের মোগরাপাড়া গ্রামের জহির উদ্দিন মুন্সির ছেলে। আজ রোববার দুপুরে সামসুল ইসলামের দাফন সম্পন্ন হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শাফিউল মোজনেবিন বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতে আমবাগানে জামাতাকে রাতের খাবার দিতে যান শামসুল ইসলাম। বাগানে প্রবেশ করলে তাঁর পায়ে সাপ কামড় দেয়। পরে তাঁকে স্থানীয় ওঝা নগেন হাঁসদার কাছে নেওয়া হয়। ওঝা প্রাথমিক চিকিৎসা দিয়ে সামসুল ইসলামকে বাড়িতে পাঠিয়ে দেন।

মধ্যরাতে তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে পরিবারের লোকজন তাঁকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে নেওয়ার সময় রাত ১২টার দিকে দিনাজপুর শহরের পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বলেন, সাপের কামড়ে একজনের মৃত্যুর খবরটি তাঁরা অন্য লোকের মাধ্যমে জেনেছেন। তবে নিহত ব্যক্তির পরিবারের কেউ এ বিষয়ে থানায় কিছু জানাননি। আর যখন মৃত্যুর খবরটি জানতে পেরেছেন, ততক্ষণে পরিবারের লোকজন তাঁর দাফন করে ফেলেন। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সাপে কামড় দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে।