মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরে আজ সোমবার বিকেল পর্যন্ত শিশুরা টিকিট ছাড়াই উত্তরা গণভবন, রাজবাড়ি, গ্রিনভ্যালি পার্কসহ জেলার ঐতিহ্যবাহী ও দর্শনীয় সব স্থান ঘুরে দেখার সুযোগ পাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিদ্ধান্তটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। সে অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুরা বিনা টিকিটে এসব স্পটে ঘুরতে পারছে। আজ বিকেল চারটা পর্যন্ত এ সুযোগ থাকবে।
উত্তরা গণভবনে আজ সকাল ৯টা থেকে শিশুরা প্রবেশ করতে শুরু করে। সঙ্গে অভিভাবকেরা এলেও তাঁদের টিকিট কেটেই ভেতরে যেতে হচ্ছে। বেলা ১১টার দিকে আহম্মদপুর থেকে আসা শিশু দর্শনার্থী মনিরুল ইসলাম জানায়, সে গতকাল রোববার বিনা টিকিটে ঢোকার বিষয়টি জানতে পারে। তাই আজ সকালে তিন বন্ধুকে নিয়ে গণভবন ঘুরতে এসেছে। এই সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত।
জেলার লালপুর উপজেলার জনপ্রিয় দর্শনীয় স্থান গ্রিনভ্যালি পার্ক। দর্শনার্থীদের এখানে ঢুকতে মাথাপিছু ৫০ টাকা খরচ করতে হয়। কিন্তু আজ শিশুরা বিনা মূল্যে এই পার্কে প্রবেশ করতে পারছে। খবর পেয়ে বিভিন্ন বিদ্যালয় থেকে শিশুরা দলে দলে এই পার্কে ঘুরতে এসেছে। সাব্বির হোসেন নামের মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের ছাত্র জানায়, বিনা মূল্যে প্রবেশের খবরটি সে আগে জানত না। আজ সকালে এক বন্ধুর কাছে শুনে বাইসাইকেল নিয়ে ছুটে এসেছে। তার মতে, বিষয়টি আগে থেকেই প্রচার করলে অসচ্ছল পরিবারের আরও অনেক শিশু এসব জায়গা ঘুরে দেখার সুযোগ পেত।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান জানান, বিনা মূল্যে প্রবেশের সুযোগদানের বিষয়টি অনেক আগেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে জানানো হয়েছে। প্রচারণার দায়িত্ব ছিল তাদের। পরেবর্তী সময়ে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা হবে।