শরীয়তপুরে সড়কের পাশে পড়ে থাকা ১০টি ব্যাগে পাওয়া গেল ১২৩টি ককটেল

ডামুড্যায় একটি সড়কের পাশে পড়ে থাকা ব্যাগগুলোতে পাওয়া গেছে ১২৩টি ককটেল। আজ সোমবার সন্ধ্যায়
ছবি: প্রথম আলো

শরীয়তপুরের ডামুড্যায় সড়কের পাশে থাকা ১০টি ব্যাগ থেকে ১২৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ককটেলগুলো উদ্ধার করে ধ্বংস করা হয়। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো ধ্বংস করেন।

এর আগে সকাল ১০টার দিকে ডামুড্যার আকালবরিশ এলাকায় সড়কের পাশে ১০টি ব্যাগে বোমাসদৃশ বস্তু দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে রাখেন।

ডামুড্যা থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমাসদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের একটি দল। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ওই এলাকা ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই সময় সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

৯ ঘণ্টা পর সন্ধ্যায় ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের ৭ সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা ব্যাগগুলো থেকে ১২৩টি ককটেল উদ্ধার করেন। বিশেষ প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।

শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুশফিকুর রহমান বলেন, ১০টি ব্যাগ থেকে উদ্ধার হওয়া ১২৭টি ককটেল ধ্বংস করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী দল সেগুলো ওখানে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। কেন, কারা, কী উদ্দেশ্যে ককটেলগুলো ওখানে রেখে গেছে,  তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা করা হবে।