চাঁদপুরে ইলিশের খুচরা ও পাইকারি বাজার চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে এই মাছের দাম বেড়েছে
চাঁদপুরে ইলিশের খুচরা ও পাইকারি বাজার চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে এই মাছের দাম বেড়েছে

চাঁদপুরের বাজারে ইলিশের দাম বেড়েছে

চাঁদপুরের বাজারে ইলিশ মাছের দাম কিছুটা বেড়েছে। তবে মাছের আমদানিও আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্থানীয় ক্রেতা–বিক্রেতারা। সোমবার দুপুরে দেশের অন্যতম বৃহৎ ইলিশের খুচরা ও পাইকারি বাজার চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে এমন পাওয়া গেছে।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, ইলিশের ভরা মৌসুম অনুপাতে ইলিশের আমদানি বেশ কম। তার মধ্যে দক্ষিণাঞ্চলের ইলিশই বেশি। এগুলো ছোট ছোট ট্রাকে করে নোয়াখালীর হাতিয়া থেকে এনে চাঁদপুর মাছঘাটে স্তুপ করা হচ্ছে। আড়তদারদের মাধ্যমে প্রকাশ্যে এসব ইলিশ তাঁরা নিলাম তুলছেন। আর ছোট ছোট নৌকা বা ট্রলারে স্থানীয় জেলেরা চাঁদপুরের পদ্মা–মেঘনার ইলিশ আনলে একই নিয়মে নিলামে তোলা হচ্ছে। এগুলোর মধ্যে ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশই বেশি।

এই বাজারের পদ্মা–মেঘনার ইলিশের পাইকারি বিক্রেতা ও আড়তদার আকবর হোসেন বলেন, গত কয়েক বছর ইলিশের আমদানি চাহিদার তুলনায় অনেক কম। এ কারণে বাজারে ইলিশের দাম বরাবরই বেশি। বিশেষ করে এই মৌসুমে অন্যান্য বছরের তুলানায় ইলিশের আমদানি অনেক কম। তা ছাড়া চাঁদপুরের পদ্মা–মেঘনার ইলিশের দেশজুড়ে ব্যাপক চাহিদা। স্থানীয় বাজারেই এসব ইলিশ সরবরাহ করা যাচ্ছে না। এই বাজারে পদ্মা–মেঘনার ইলিশের কেজি চলছে ১ হাজার ৮০০ টাকা। দুই দিন আগে দাম ছিল ১ হাজার ৭০০ টাকা। একটু বড় আকারের ইলিশ কেজিপ্রতি ২ হাজার টাকায় বেচাকেনা চলছে।

খুচরা ইলিশ বিক্রেতা নবীর হোসেন বলেন, ‘আমার এখানে চাঁদপুরের ইলিশ ১ কেজি সাইজের ১ হাজার ৮৫০ টাকায় আর বাইরের ইলিশ ২০০ টাকা কমে ১ হাজার ৬০০ টাকায় বেচাকেনা করছি। এর চেয়ে ছোট আকারের চাঁদপুরের ইলিশ ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনেরগুলো কেজিপ্রতি ১ হাজার ৬৫০ টাকা আর অন্যগুলো ১ হাজার ৪০০ টাকায় বেচাকেনা চলছে। দুই দিন আগে কেজিপ্রতি এসব ইলিশ অন্তত ১০০ টাকা কমে বেচাকেনা হয়েছে।’

সোহেল রানা নামে এক ইলিশ ক্রেতা বলেন, ‘আমি ১ কেজি ওজনের ১০ কেজি ইলিশ নিয়েছি ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে নিয়েছিলাম কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমে।’

চাঁদপুর মৎস্য বণিক সমিতি সভাপতি আব্দুল বারি মানিক জমাদার বলেন, ‘আমাদের এই মাছঘাটে আগের মতো ইলিশের সরবরাহ নেই বললেই চলে। কারণ, এ বছর ইলিশের মৌসুম প্রায় শেষ হওয়ার পথে। কিন্তু স্থানীয় বাজারে চাহিদা অনুপাতে আমরা ইলিশ দিতে পারছি না। এ জন্য দামও কমছে না। তবে ইলিশের সরবরাহ বাড়লে ইলিশের দাম কমে আসতে পারে বলে আমরা আশা করছি। ভারতে ইলিশ রপ্তানির ঘোষণা হলেও চাঁদপুর থেকে এখনো সেই ইলিশ রপ্তানি শুরু হয়নি। হলে দাম আরও বাড়বে।’