চাঁদপুরের হাজীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. মহিন উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেন নারী ও শিশু আদালতের পিপি শামছুল ইসলাম।
আদালত ও মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২ নভেম্বর রাত ৮টায় হাজীগঞ্জ উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. মহিন উদ্দিন ওরফে রাসেল তাঁর স্ত্রী দুই সন্তানের জননী মরিয়ম বেগমকে (২৫) যৌতুকের জন্য তলপেটে আঘাত করে এবং ওড়না দিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন। এ ঘটনায় মরিয়মের বাবা নেয়ামত উল্লা মিজি বাদী হয়ে ওই বছরের ৮ নভেম্বর হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার বিষয়ে শামছুল ইসলাম বলেন, এ ঘটনার চার বছর আগে মহিন উদ্দিন ও মরিয়মের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পরে মহিন ওয়ার্কশপ করবেন বলে টাকা চাইলে যৌতুক হিসেবে তিন লাখ টাকা দেওয়া হয়। পরবর্তী সময়ে বিদেশ যাবে বলে আরও এক লাখ টাকা চাইলে সেটাও দেওয়া হয়। কিন্তু সে বিদেশ না গিয়ে আবারও টাকা চায়। তখন টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন করতে থাকে। এই ঘটনায় আদালত ৯ জনের সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে এই রায় দিয়েছেন।