সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমকে স্থায়ী বরখাস্ত করার দাবিতে মানববন্ধন। আজ সোমবার দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ফটকে
সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমকে স্থায়ী বরখাস্ত করার দাবিতে মানববন্ধন। আজ সোমবার দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ফটকে

তাপসী তাবাসসুমকে স্থায়ী বরখাস্তের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমকে (ঊর্মি) স্থায়ী বরখাস্তের দাবিতে রংপুরে মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটে (১ নম্বর গেট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র অনুযায়ী, তাপসী তাবাসসুমের একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা চলছে। ওই পোস্টে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের একজনের বক্তব্যকে কটাক্ষ ও সমালোচনা করা হয়। এর আগে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদকে নিয়েও ‘বিতর্কিত মন্তব্য’ করে পোস্ট দেন বলে অভিযোগ। এমন অবস্থায় গতকাল রোববার তাপসী তাবাসসুমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। আজ সোমবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারীর দোসররা ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। তারা এ দেশ নিয়ে নানা রকম ষড়যন্ত্র করছে। গণ–অভ্যুত্থান ও শহীদদের নিয়ে কুৎসা রটানো হচ্ছে। তাপসী তাবাসসুম শহীদ আবু সাঈদ ও গণ–অভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করায় তিনি প্রমাণ করেছেন যে তিনি স্বৈরাচারের দোসর। শুধু তাঁকে বদলি করলেই হবে না, তাঁকে স্থায়ী বরখাস্ত করতে হবে।

মানববন্ধনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুজ্জামান বলেন, ‘আবু সাঈদের শহর রংপুর, বিপ্লবীদের শহর রংপুর। এ রংপুরে আবু সাঈদের অপমানকারী কোনো স্বৈরাচারের দোষরকে মেনে নেওয়া হবে না।’

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন আবু সাঈদ সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণকারীদের উদ্দেশে বলেন, ‘আগে তাঁকে (আবু সাঈদ) চিনুন, তারপর মন্তব্য করুন। বিশ্ববিদ্যালয়ে এসে আবু সাঈদের প্রকৃত চরিত্র ও অবদান সম্পর্কে জানুন।’