লোহার দরজার নিচে চাপা পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

সাফিরা আকতার
ছবি: সংগৃহীত

‘এক দিন আগেও হেসে-খেলে ঘর মাতিয়ে রেখেছিল আমার ছেলে–মেয়েরা। আজ আমার মেয়ে দুনিয়াতে নেই। যাকে এক মুহূর্ত চোখের আড়াল করিনি, তাঁকে ছাড়া আমি কীভাবে থাকব!’ মেয়ে সাফিরা আকতারের (২) কফিন ধরে এভাবেই বিলাপ করছিলেন মা কলি আকতার। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আপেল আহমদের টেক এলাকায় নিজ বাড়ির দরজার নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়।

নিহত সাফিরা ওই এলাকার মো. রোকন উদ্দিনের মেয়ে। একই দুর্ঘটনায় সাফিরার ভাই সাফিন (৪) আহত হয়েছে। সে এলাকার গাউসিয়া হক ভান্ডারী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

সাফিরার চাচাতো বোন ফারহানা আকতার বলেন, তাঁদের বাড়ির মূল দরজাটি মেরামতের জন্য খুলে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে রাখা হয়েছিল। গতকাল রাতে তাঁর বাবা মোটরসাইকেল নিয়ে বাড়ির উঠানে ঢুকছিলেন। এ সময় লোহার দরজাটি সরাতে গিয়ে অসাবধানতাবশত সাফিরা ও সাফিনের ওপর পড়ে যায়। এ সময় দরজার নিচে চাপা পড়ে দুই ভাই–বোন গুরুতর আহত হয়। পরে দুজনকে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক সাফিরাকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত হওয়ায় সাফিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

বোয়ালখালী থানার উপপরিদর্শক মোহাম্মদ আলমগীর বলেন, বাড়ির প্রবেশমুখে দরজার নিচে চাপা পড়ে শিশুটি মারা গেছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই নিহত শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই গতকাল রাতেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।