মালবাহী ট্রেন লাইনচ্যুত, পার্বতীপুর-রংপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ

পার্বতীপুর-রংপুর রেলপথে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই রেলপথ হয়ে চলাচলকারী উত্তরাঞ্চলের সব ট্রেন বন্ধ হয়ে গেছে। বেলা তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত, তখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগিটি লাইনে তোলার কাজ শুরু করে। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুর রেলস্টেশনে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি রেলস্টেশনে এবং কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেলস্টেশনে আটকা পড়ে।

পার্বতীপুর-রংপুর রেলপথে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি

পার্বতীপুর রেলস্টেশন সূত্র জানায়, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। সকাল পৌনে আটটার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় ট্রেনটির বিজি ওয়াগন বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়। দুপুর ১২টার দিকে লাইনচ্যুত বগিটি লাইনে তুলে মালবাহী ট্রেনটি রংপুর স্টেশনে নিয়ে যাওয়ার পথে ট্রেনটির আরেকটি বগি লাইনচ্যুত হয়।

ট্রেনের লোকোমাস্টার (চালক) আবদুস সাফী বলেন, রেললাইনের স্লিপার পরিবর্তনের কাজ করায় বগি লাইনচ্যুতের এ ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গতি কম ছিল।

পার্বতীপুর রেলস্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।