মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও জেলা সদরের আংশিক) আসনের সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপ একজন দুর্নীতিবাজ সংসদ সদস্য বলে অভিযোগ করেছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) তাহমিনা বেগম। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে আবদুস সোবহান কলঙ্কিত করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আবদুস সোবহান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আবদুস সোবহান গোলাপ যদি মনোনয়ন পান, তাহলে আমরা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে নেই। আওয়ামী লীগের নেতা-কর্মীরা দল থেকে কেউ তাঁর জন্য ভোট চাইতে পারব না। এ আসনে গোলাপ ১০ শতাংশ ভোটের বেশি পাবেন না। আমরা দুর্নীতিবাজ নেতা চাই না, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে কলঙ্কিত করেছেন, তাঁকে আমরা চাই না। আমরা এই আসনে একক প্রার্থী হিসেবে এই আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে চাই।’
তাহমিনা আরও বলেন, ‘সংসদে আইন পাস করার জন্য এই দুর্নীতিবাজকে (আবদুস সোবহান গোলাপ) আমরা রাখব না। দরকার হয় ভোট দেব না, কিন্তু দুর্নীতিবাজকে সমর্থন করতে পারব না।’
সভায় সংসদ সদস্য আবদুস সোবহানের বিরুদ্ধে কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমতার জোরে দলীয় নেতা-কর্মীদের বিভিন্নভাবে হয়রানি, সরকারি বরাদ্দ আত্মসাৎ, পৌরসভা ও ইউপি নির্বাচনে মনোনয়ন–বাণিজ্য, দলীয় নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে বিএনপি–জামায়াতের লোকদের প্রশ্রয় দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল আলম, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদুল হাসান, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মামুন অর রশিদ, কালকিনি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ আলী ব্যাপারী ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, কালকিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান প্রমুখ।
নেতা-কর্মীরা বলেন, ৫ নভেম্বর তাহমিনা বেগমের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজধানীর ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে সংসদ সদস্য আবদুস সোবহানের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরেন।