পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাজার থেকে বাড়িতে ফেরার পথে গত শুক্রবার সন্ধ্যায় এক স্কুলছাত্রী (১২) নিখোঁজ হয়েছে। এ ঘটনার পর দুই দিন পেরিয়ে গেলেও ওই স্কুলছাত্রীর কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শনিবার সন্ধ্যায় আল আমিন (৪০) নামে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ।
এদিকে ওই স্কুলছাত্রীর সন্ধান এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে ওই স্কুলছাত্রীর সহপাঠী, শিক্ষক ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন। আজ রোববার সকালে উপজেলার চরআন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে স্কুলের দুই শিক্ষক সুমাইয়া বেগম ও সামসুনাহার বেগম দ্রুত নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান ও জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান।
ওই স্কুলছাত্রীর বাবা বলেন, স্কুলে যাতায়াতের পথে অটোরিকশাচালক আল আমিন প্রায়ই তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। এর মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় তাঁর মেয়ে গ্রামের চরআন্ডা বাজারে সবজি কিনতে যায়। বাজার থেকে ফেরার পথেই তাঁর মেয়ে নিখোঁজ হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পরের দিন উপজেলার চরআন্ডা বিলের পাশ থেকে ওই স্কুলছাত্রীর ওড়না উদ্ধার করা হয়। এদিকে শুক্রবার সারারাত আল আমিনের অটোরিকশাটি বাজার থেকে ওই স্কুলছাত্রীর বাড়ি যাওয়ার সড়কের পাশে পড়ে ছিল। ওই রাত থেকেই আল আমিন গা ঢাকা দিয়েছিলেন। গতকাল রাতে পাশের গ্রামে আল আমিনের ভাইয়ের বাড়ি থেকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজনের মাধ্যমে আল আমিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।