বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার খুলনা শহরে সাইকেল শোভাযাত্রার আয়োজন করে খুলনা সাইক্লিং কমিউনিটি। শহরের শিববাড়ী মোড়ে
বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার খুলনা শহরে সাইকেল শোভাযাত্রার আয়োজন করে খুলনা সাইক্লিং কমিউনিটি। শহরের শিববাড়ী মোড়ে

খুলনায় বিজয় দিবসে সাইকেল শোভাযাত্রা

‘মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকি, সুষ্ঠু দেশ বিনির্মাণে ভূমিকা রাখি’ স্লোগান নিয়ে খুলনায় সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে নিউমার্কেট থেকে শোভাযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও নিউমার্কেটে এসে শোভাযাত্রা শেষ হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে সাইকেল শোভাযাত্রার আয়োজন করে খুলনা সাইক্লিং কমিউনিটি। এতে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলার দুই শতাধিক সাইক্লিস্ট অংশ নেন।

সকাল নয়টায় খুলনা নিউমার্কেট চত্বর থেকে সাইকেল শোভাযাত্রা শুরু হয়। এটি শিববাড়ী মোড়, ময়লাপোতা মোড়, রয়েল মোড়, রূপসা স্ট্যান্ড মোড়, নতুন বাজার, খুলনা জিলা স্কুল, জেলা পরিষদক, নগর ভবন ও ফেরিঘাট মোড় হয়ে আবারও নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সম্প্রতি সাইকেল নিয়ে সমগ্র দেশ ঘুরে আসা আবদুল আজিজ খান, আবদুল্লাহ আল আদনান, তাওহীদ হাসান, সৈয়দ শাহিদুল ইসলাম, মাহিম মুনতাসির ও সানজিদা ইয়াসমিনকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

সাইকেল শোভাযাত্রার সমন্বয়ক ও খুলনা সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন মোস্তফা কামাল বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকে মাদকমুক্ত থাকতে হবে। জঙ্গিবাদও যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এ কারণেই সাইকেল শোভাযাত্রার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

মোস্তফা কামাল জানান, খুলনা সাইক্লিং কমিউনিটি মূলত অরাজনৈতিক সাইক্লিং সংগঠন, যা ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। এই কমিউনিটি সাইক্লিং প্রসারের জন্য কাজ করে যাচ্ছে। প্রতি ফ্রাইডে রাইড ছাড়াও নিয়মিত সকাল ও বিকেলে রাইড আয়োজন করে খুলনা সাইক্লিং কমিউনিটি। এর পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবসে নানা ইস্যুতে সাইক্লিংয়ের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারাভিযানের কাজ করে থাকে। মূলত তরুণ প্রজন্মকে সাইক্লিংয়ে আগ্রহী করে তোলাই এর মূল লক্ষ্য।