সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ রেলওয়ে রজ্জুপথের পাথর চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে পাথর চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার আরএনবি কমান্ডার (সদর) রোকনুজ্জামান খান স্বাক্ষরিত আদেশে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করার বিষয়টি জানানো হয়।
বরখাস্তকৃত ব্যক্তিরা হলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন, হাবিলদার মো. কাজী শাহাদাত হোসাইন এবং সিপাহি মো. আবদুল হাই।
আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আরএনবি ঢাকার কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ রেলওয়ে রজ্জুপথে পাথর চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে সিপাহি মো. আবদুল হাইকে দেখা গেছে। এ জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ভোলাগঞ্জ রেলওয়ে রজ্জুপথ আরএনবির ইনচার্জ হিসেবে দায়িত্বে অবহেলার জন্য এসআই মো. মঞ্জুরুল ইসলাম, এএসআই শাহাদাত হোসেন ও হাবিলদার মো. কাজী শাহাদাত হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত কমিটি তাঁদের এ ঘটনার সঙ্গে কতটুকু সংশ্লিষ্টতা রয়েছে, সেটি খতিয়ে দেখবে।
মোহাম্মদ শফিকুল বলেন, ভোলাগঞ্জ রেলওয়ে রজ্জুপথে ৪০ জন পুলিশ সদস্য নিয়োজিত আছেন। তাঁরা দুই পালায় সেখানে দায়িত্ব পালন করেন। পালা নির্ধারণের জন্য তিনজনের দায়িত্ব থাকে, এ ছাড়া প্রত্যেক পালার জন্য দুজন ইনচার্জ থাকেন।