কক্সবাজারের চকরিয়ায় সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের ভাতিজা তৌহিদুল ইসলাম ওরফে কাজলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে চকরিয়া থানা সেন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তৌহিদুল ইসলাম উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক।
চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, ২০১৩ সালের ২৫ অক্টোবর চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া সেতু এলাকায় গুলি করে ছাত্রদল কর্মী মিজানুর রহমানকে হত্যা করা হয়। ১১ বছর পর ১৮ অক্টোবর নিহত মিজানুর রহমানের বাবা শাহ আলম বাদী হয়ে সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ১২৮ জনের নাম উল্লেখ করে আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করেন। গ্রেপ্তার তৌহিদুল ইসলামকে সন্দেহভাজন আসামি হিসেবে মিজানুর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমের ভাতিজা তৌহিদুল ইসলামকে মিজানুর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ বিকেলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সাবেক সংসদ সদস্য জাফর আলমের ছেলে তানভীর আহমেদ বলেন, ‘তৌহিদুল ইসলাম নির্ঝঞ্ঝাট মানুষ। ঠিকাদারি করে জীবন চালান। শুধু আমাদের আত্মীয় হওয়ার কারণে তাঁকে গ্রেপ্তার করে হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জেলহাজতে পাঠানো হয়েছে।’