নাটোরের লালপুর উপজেলায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। এর আগে চার বছর আগে তিনি এক কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন। আজ শনিবার আরও তিনটি সুস্থ কন্যাসন্তান পেয়ে তিনি খুশি। কিন্তু চার সন্তানের লালন-পালন নিয়ে চিন্তিত তাদের দিনমজুর বাবা রেজাউল করিম।
ওই চার কন্যাসন্তানের মায়ের নাম বর্ণা খাতুন (২৩)। তিনি লালপুর উপজেলার নবীনগর গ্রামের রেজাউল করিমের স্ত্রী। বর্ণা শনিবার সকালে উপজেলার গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে তিনটি সন্তান প্রসব করেন। ভূমিষ্ঠ হওয়া তিন নবজাতকসহ ওই নারী সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসববেদনা নিয়ে বর্ণা খাতুন শনিবার ভোরে হাসপাতালে ভর্তি হন। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে তিনটি কন্যাসন্তানের জন্ম দেন বর্ণা।
এ বিষয়ে ওই নারীর স্বামী রেজাউল করিম বলেন, ‘একসঙ্গে তিন কন্যাসন্তান পেয়ে আমরা খুবই খুশি। কিন্তু আমি গরিব মানুষ। পাশের পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি চালকলে দিনমজুরি করে কোনোরকমে সংসার চালাই। আমার চার বছরের আরও একটি কন্যাসন্তান রয়েছে। কীভাবে সন্তানদের দুধসহ আনুষঙ্গিক খরচ মেটাব, তা নিয়ে চিন্তিত আছি।’
এ বিষয়ে হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন বলেন, বর্ণা খাতুনের আগেও সিজার করা থাকায় তাঁর সিজারিয়ান অপারেশন করতে হয়েছে। বর্তমানে মা-সহ তিন নবজাতকই সুস্থ আছে।