বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল
বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল

পুলিশ ফাঁড়িতে হামলা ও লুটের মামলায় আওয়ামী লীগ নেতা ইকবাল গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে পুলিশ ফাঁড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা হাজী ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে নগরের বন্দর থানার ২ নম্বর সাইট মালুম বাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

ইকবাল বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নগরের সভাপতি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. সুলতান আহসান উদ্দিন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আসামি ইকবালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে লোকজন নিয়ে বন্দর থানার মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয়। এ মামলার আসামি ইকবাল।

আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত হাজী ইকবাল এবং তাঁর ছেলে আলী আকবর যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি। ২০১৮ সালের ২৬ মার্চ দুপুরে হালিশহর মেহের আফজল উচ্চবিদ্যালয়ে মহিউদ্দিনকে খুন করা হয়েছিল। এ ছাড়া বিচারকের ওপর হামলার মামলায় সাজা হয় ইকবালের ছেলে আলী আকবরের।