ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যান ভেঙে চুরমার হয়ে গেছে। আজ শনিবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায়
ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যান ভেঙে চুরমার হয়ে গেছে। আজ শনিবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায়

রামপালে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ নিহত ৩

বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত একটি ভ্যান দুমড়েমুচড়ে গেছে। এ সময় ভ্যানটির চালক ও আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন ভ্যানচালক মো. মনি (৪৫), ভ্যানের আরোহী মো. সাইদ মোড়ল (৪৫) ও মো. আজাদ (৩৫)। তাঁদের বাড়ি রামপাল উপজেলার ঝনঝনিয়া ও কুমলাই গাববুনিয়া গ্রামে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকাল পৌনে আটটার দিকে চেয়ারম্যানের মোড় এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানের আরোহী সাইদ মোড়ল মারা যান। গুরুতর আহত মো. মনি ও মো. আজাদকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার বলেন, ভ্যানে চাপা দেওয়া ট্রাকটি (যশোর-ট ১১-৩৮০৬) জব্দ করা হয়েছে। ট্রাকের চালককে হেফাজতে নিয়েছে কাটাখালী হাইওয়ে থানা-পুলিশ। আইনিপ্রক্রিয়া শেষে নিহত তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।