গাঁজাসহ আটক পাঁচ কিশোর বই পড়ার শর্তে ছাড়া পেল

জয়পুরহাট জেলার মানচিত্র
জয়পুরহাট জেলার মানচিত্র

জয়পুরহাট শহরের একটি পেয়ারাবাগানে বসে গাঁজা সেবন করছিল পাঁচ কিশোর। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে।

পরে এক মাস বই পড়ার শর্ত দিয়ে পাঁচ কিশোরকে অভিভাবকদের জিম্মায় দেয় পুলিশ। রোববার সন্ধ্যায় জয়পুরহাট সদর থানায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, পাঁচ কিশোর আটক করার পর তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। অভিভাবকেরা থানায় আসার পর ‘আর নেশা করবে না’ বলে অঙ্গীকার করে কিশোরেরা।

সন্তানেরা কোথায় যায়, কী করে, এ বিষয়ে খোঁজখবর নেবেন বলে পুলিশকে জানান অভিভাবকেরা। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই পাঁচ কিশোর এক মাস বই পড়ার শর্ত দিয়ে অভিভাবকদের জিম্মায় দেন।

জানতে চাইলে জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই পাঁচ কিশোর এক মাস পর অভিভাবকদের সঙ্গে নিয়ে থানায় এসে তাদের পড়া বইগুলো ফেরত দেবে। তাদের উন্নতি হয়েছে কি না, তখন বোঝা যাবে।