চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালী উপজেলার কয়েকটি গ্রামে আগামীকাল রোববার পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হবে। সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরিফের অনুসারীরা প্রায় ২০০ বছর ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছেন।
দরবারের অনুসারীরা জানান, আগামীকাল সকালে আনোয়ারা উপজেলার বরুমচড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসখামা, কাটাখালী ও রায়পুর এবং বাঁশখালী উপজেলার কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া, পুঁইছড়ি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাতকানিয়ার মির্জাখিল দরবার শরিফের খানকাহ মাঠে সকাল সাড়ে ৯টার সময় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার প্রধান জামায়াত। এতে ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান। ঈদের জামাত শেষে পশু কোরবানি দেওয়া হবে।
ঈদ উদ্যাপনের বিষয়ে মির্জাখিল দরবার শরিফের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে বিগত ২০০ বছর ধরে ইয়াউমুল আরাফাহ বা পবিত্র হজের পরের দিনই ঈদুল আজহা পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় এবারও রোববার ঈদুল আজহা পালন করা হবে।