ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর ভোটার স্লিপ দেওয়ার ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হন। আজ বুধবার বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম কাঞ্চনমুন্সী একাডেমি কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
এ সময় আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের উপকমিটির সদস্য শেখ তাহিদুর রহমানের ভোটার স্লিপ দেওয়ার ক্যাম্প ভাঙচুর করা হয়। শেখ তাহিদুর রহমানের অভিযোগ, দোয়াত-কলম প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান বেলায়েত হোসেনের সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন। এ সময় ক্যাম্পে থাকা চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী বলেন, আনারস প্রতীকের চার কর্মী ওই ক্যাম্পে তখন অবস্থান করছিলেন। তাঁরা ভোটারদের স্লিপ দেওয়ার কাজ করছিলেন। ওই ক্যাম্পে একটি টেবিল ও পাঁচটি চেয়ার ছিল। বেলা ১১টার দিকে দোয়াত-কলমের ১০-১২ সমর্থক ওই ক্যাম্পে হামলা করেন। হামলার সময় একজনকে মারধর করা হয়। অন্যরা পালিয়ে যান। হামলাকারীরা টেবিল ও চেয়ার ভাঙচুর করেন।
আহত ওই ব্যক্তির নাম মুছাব্বির হোসেন (৪১)। তিনি আনারস প্রতীকের প্রার্থী শেখ তাহিদুর রহমানের সমর্থক। মুছাব্বির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি আলফাডাঙ্গা থানায় তাঁর ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ দেন।
মুছাব্বির হোসেন বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগে তাঁর ওপর হামলা করেন দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের সমর্থকেরা। প্রতিপক্ষ ভোটের পরিবেশ নষ্ট করেছে।
তবে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন বলেন, কামারগ্রাম কাঞ্চনমুন্সী একাডেমি কেন্দ্রের সামনে কোনো ক্যাম্পে হামলার সঙ্গে তাঁর সমর্থকদের সম্পর্ক নেই। প্রতিপক্ষ তাঁদের অবস্থা বেগতিক দেখে সহানুভূতি লাভের জন্য এ নাটক সাজিয়েছে।
আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আনন্দ সরকার লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।