গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। আজ শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। আজ শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন। আজ শুক্রবার সকালে তাঁরা কারখানায় বিক্ষোভ শুরু করেন। পরে মিছিল নিয়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিনস লিমিটেডের একটি তৈরি পোশাক কারখানা রয়েছে। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, ওই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাস ধরে বেতন দিচ্ছে না। এ ছাড়া কর্মীদের (স্টাফ) পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতনের দাবিতে গত বুধবার বিকেলে শ্রমিকেরা বিক্ষোভ করেন। তখন কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু গতকাল বেতন দেওয়া হয়নি। রাতেই কারখানার সমানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কর্মীরা। পরে পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে তাঁরা বাড়ি ফিরে যান।

আজ সকালে কর্মীরা কারখানায় কাজে যোগ দিয়ে বেতন চাইতে যান। পরে তাঁরা শ্রমিকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় শ্রমিকদের কর্মসূচি চলছিল।  

কারখানার কর্মী রায়হান মিয়া বলেন, ‘পাঁচ মাস ধরে বেতন পাচ্ছি না। ধারদেনা করে চলতে হচ্ছে। বাসা ভাড়ার জন্য মালিকেরা চাপ দিচ্ছেন। ঘরে জমানো টাকাও শেষ হয়ে গেছে।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, কয়েক দিন ধরেই ওই কারখানার শ্রমিক ও স্টাফরা বেতনের দাবিতে বিক্ষোভ করে আসছেন। তাঁরা চন্দ্রা এলাকায় অবস্থান করছেন। ঘটনাটি শিল্প পুলিশকে জানানো হয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে, যাতে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে শ্রমিকদের বিষয়টি সমাধান করা হয়।