নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইনের চট্টগ্রামের সাতকানিয়া অংশের হ্যান্ডেল ক্লিপ চুরি হয়েছে। গতকাল রোববার রাতে সাতকানিয়ার কালিয়াইশের রক্ষিত বাড়ি ও কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় ৫০০ মিটারের মধ্যে অন্তত ১১ থেকে ১২টি হ্যান্ডেল ক্লিপ চুরি গেছে বলে জানা যায়। এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রেললাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দোহাজারী-কক্সবাজার রেললাইনের রক্ষিত বাড়ি এলাকার দায়িত্বে রয়েছেন উপজেলার বিশেষ আনসার সদস্য মোহাম্মদ ইউসুফ। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেললাইনে কোনো শক্ত বস্তু দিয়ে আঘাত করার আওয়াজ শোনা যায়।
পরে কালীমন্দির এলাকায় গিয়ে দেখা যায়, চার থেকে পাঁচজন লোক কিরিচ ও হাতুড়ি হাতে রেললাইন থেকে নেমে পূর্ব পার্শ্বের বিলের দিকে চলে যাচ্ছেন। এরপর বিষয়টি দায়িত্বরত কর্মকর্তাকে জানানো হয়।
দোহাজারী রেল কার্যালয়ের স্টেশনমাস্টার ইকবাল হোসেন চৌধুরী বলেন, রেললাইনের সাতকানিয়া অংশের শুরুতে হ্যান্ডেল ক্লিপ খুলে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজনকে জানানো হয়েছে। তাঁরা দ্রুত সময়ের মধ্যে নতুন করে হ্যান্ডেল ক্লিপ সংযোজন করে দেবেন।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, রেললাইনের সাতকানিয়া অংশের হ্যান্ডেল ক্লিপ চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।