সখীপুরে ট্রাক্টরচাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, আড়াই লাখ টাকায় আপস

সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্রী মীম আক্তার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ট্রাক্টরের চাপায় এইচএসসি পরীক্ষার্থী এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার সখীপুর-দারিয়াপুর সড়কের কৈয়ামধু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম মীম আক্তার (১৮)। তিনি উপজেলার কৈয়ামধু গ্রামের লিটন মিয়ার মেয়ে। সখীপুর আবাসিক মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তাঁর।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে মীম ও তাঁর মা সখীপুর-দারিয়াপুর সড়কের কৈয়ামধু এলাকায় সড়কের একপাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দারিয়াপুরগামী একটি ট্রাক্টর মীমকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আসিফ আজ সকালে প্রথম আলোকে বলেন, রাতে থানায় বসে ট্রাক্টরমালিককে আড়াই লাখ টাকা জরিমানা করে দুই পক্ষের সঙ্গে আপস-মীমাংসা করে দেওয়া হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, নিহত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।