নেত্রকোনায় ৭ বছর পর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হলেও নতুন কমিটি হয়নি

নেত্রকোনা জেলার মানচিত্র
নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তিন বছর পরপর নতুন কমিটি দেওয়ার নিয়ম থাকলেও বর্তমান কমিটির বয়স সাত বছর পেরিয়ে গেছে।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে শহরের মোক্তারপাড়া মাঠে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন। প্রায় সাত বছর পর হওয়া এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নেতারা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী নেতাদের বক্তব্য শোনেন। সেখানে সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৪ জন নেতা আগ্রহ প্রকাশ করেন। পরে প্রার্থীদের মধ্য থেকে একজনকে সভাপতি ও একজনকে সাধারণ সম্পাদক হিসেবে সমঝোতার মধ্যে নির্বাচিত করে আসতে বলা হয়। এ জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হয়। কিন্তু মতানৈক্যের কারণে তা আর হয়নি। পরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেন, পরবর্তী সময়ে কমিটি নির্বাচন করা হবে।

সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। কারণ, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল ও মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল। তাই শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কারণ, শেখ হাসিনার কোনো তুলনা নেই। বঙ্গবন্ধুর পর বিশ্বে এখন শেখ হাসিনা জনপ্রিয় নেতা।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ নভেম্বর মো. মারুফ হাসান খানকে সভাপতি ও মো. খায়রুল হাসানকে সাধারণ সম্পাদক করে নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি। ২০১৯ সালের ১৯ জানুয়ারি ১০৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রায় আট বছরের মাথায় গতকালের সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মারুফ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য রেমন্ড আরেং, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।