নাটোরে পিটিয়ে কলাচাষিকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নাটোর সদর উপজেলার কাফুরিয়া হাটে কলা বিক্রির টাকা চাইতে গিয়ে এক ব্যক্তি খুন হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে
ছবি: সংগৃহীত

নাটোরে কলাচাষি আবুল কালাম হত্যা মামলার আসামি লাভলু শেখকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোরে নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমাড়পাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার সকাল ৭টায় উপজেলার কাফুরিয়া বাজারের একটি সড়কের ওপর লাভলু শেখ ও তাঁর ভাই কামাল হোসেন লাকড়ি দিয়ে পিটিয়ে কলাচাষি আবুল কালামকে হত্যা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, ঘটনার পর তিনি ও তাঁর উপ–অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত লাভলু শেখ ও তাঁর ভাই কামাল হোসেনের অবস্থান জানার চেষ্টা করছিলেন। অবশেষে আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দস্তানাবাদ এলাকার একটি বাড়িতে তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যায়। তাঁদের একটি দল তাৎক্ষণিক সেখানে গিয়ে লাভলু শেখকে গ্রেপ্তার করে।

নাটোর র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, কলাচাষি আবুল কালাম প্রায় ৭ মাস আগে কলা ব্যবসায়ী লাভলু শেখ ও তাঁর ভাই কামাল হোসেনের কাছে ৮০ হাজার টাকার কলা বিক্রি করেন। এর মধ্যে ২০ হাজার টাকা বাকি ছিল। এই টাকা দিতে দুই ভাই গড়িমসি করছিলেন। গতকাল  সকাল ৭টার দিকে কাফুরিয়া বাজার সড়কে দুই ভাইকে দেখতে পেয়ে বকেয়া টাকা দাবি করেন আবুল কালাম। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আবুল কালামকে কাঠের লাকড়ি দিয়ে আঘাত করেন। পরে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত আবুল কালামের ভাতিজা সমজান আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে ওই দুই ভাই পলাতক ছিলেন।