পটুয়াখালীর কলাপাড়া থানার সামনে গতকাল রোববার রাতে অবস্থান কর্মসূচি পালন করেন ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন
পটুয়াখালীর কলাপাড়া থানার সামনে গতকাল রোববার রাতে অবস্থান কর্মসূচি পালন করেন ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন

কলাপাড়ায় কর্মীর মুক্তির দাবিতে থানার সামনে ভাইস চেয়ারম্যানের রাতভর অবস্থান

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন তাঁর কর্মী–সমর্থকদের নিয়ে গতকাল রোববার রাত একটা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। মারধর ও বাড়িঘরে হামলা–লুটপাটের অভিযোগে গ্রেপ্তার এক কর্মীর মুক্তির দাবিতে তিনি এই কর্মসূচি পালন করেন। এ সময় তিনি থানার ওসিকে প্রত্যাহার করার দাবি জানান।

এ ছাড়া শাহিনা পারভীনের কর্মী-সমর্থকেরা আজ সকালে কলাপাড়া পৌর শহরে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় তাঁরা প্রতিবাদ সভা করেন।

৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে শাহিনা পারভীন দ্বিতীয়বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সঙ্গে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাঁর ভাই আবদুল্লাহ আল ইসলাম। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাঁদের বাবা মরহুম আনোয়ার উল ইসলাম পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর গতকাল বিকেলে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে আসেন শাহিনা পারভীন। এ সময় তিনি পাখিমারা বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করতে যান। তখন নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহমান তালুকদার তাঁকে দেখে দ্রুত কার্যালয় বন্ধ করে চলে যান। কিছুক্ষণ পর শাহিনা পারভীন ঘুরে এসে দেখেন, আওয়ামী লীগ কার্যালয় খোলা এবং কার্যালয়ে আবদুর রহমান তালুকদার বসে আছেন। কার্যালয় বন্ধ করার বিষয়ে আবদুর রহমান তালুকদারের কাছে জানতে চান শাহিনা পারভীনের সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা। এ নিয়ে আবদুর রহমান তালুকদারের সঙ্গে তাঁদের কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়।

নজরুল খন্দকার নামের আমার এক কর্মীকে কলাপাড়া থানার ওসি অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন। আমার কর্মীর নিঃশর্ত মুক্তি চাই। এই ওসির প্রত্যাহার চাই।
শাহিনা পারভীন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, কলাপাড়া উপজেলা পরিষদ

ওই ঘটনার পর আবদুর রহমান তালুকদার তাঁর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগে কলাপাড়া থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ গতকাল রাত আটটার দিকে শাহিনা পারভীনের কর্মী নজরুল খন্দকারকে গ্রেপ্তার করে। এরপর রাত একটার দিকে শাহিনা পারভীন, তাঁর ভাই আবদুল্লাহ আল ইসলাম ও তাঁদের কর্মী–সমর্থকেরা রাত একটার দিকে কলাপাড়া থানার সামনের সড়কে অবস্থান নেন। এ সময় শাহিনা পারভীন বলেন, ‘নজরুল খন্দকার নামের আমার এক কর্মীকে কলাপাড়া থানার ওসি অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন। আমার কর্মীর নিঃশর্ত মুক্তি চাই। এই ওসির প্রত্যাহার চাই।’

এজাহারভুক্ত আসামি নজরুল খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আলী আহমেদ, ওসি, কলাপাড়া থানা

এ বিষয়ে আজ সকালে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ সাংবাদিকদের জানান, গতকাল সন্ধ্যায় আবদুর রহমান তালুকদারের ওপর হামলা হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। তাঁরা এখন হাসপাতালে ভর্তি। আবদুর রহমান তালুকদারের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলা-ভাঙচুরের প্রমাণ পেয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি নজরুল খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।