জয়পুরহাটে গতকাল বৃহস্পতিবার ভোরে পাথরবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল দিবাগত রাত দুইটার দিকে জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে আজ শুক্রবার সকাল নয়টায় জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রায়হান মণ্ডল (৩০)। তিনি জয়পুরহাট সদর উপজেলার হিচমী গ্রামের মৃত আলাল মণ্ডলের ছেলে। এলাকায় তিনি বিএনপির কর্মী হিসেবে পরিচিত। পাথরবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জয়পুরহাট সদর থানায় দায়ের করা নাশকতার মামলার আসামি রায়হান। তাঁকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর চারটার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেটের অদূরে পাথরবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেয় দুর্বৃত্তরা। আশপাশের লোকজন ও অন্য গাড়ির লোকজন এসে ট্রাকের আগুন নেভান। আগুনে ট্রাকটির সামনের কেবিনের কাচ ও চাকা ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি নাশকতার মামলা করা হয়। এরপর র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহারভুক্ত আসামি রায়হান মণ্ডলকে জয়পুরহাট জেলার সদর থানাধীন হিচমী বাইবাস এলাকা থেকে গ্রেপ্তার করে। জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, নাশকতা মামলার আসামি রায়হান মণ্ডলকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।