বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

ফেনীতে মাঠের পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফেনীতে একটি মাঠ থেকে পানি সরানোর জন্য বৈদ্যুতিক সেচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম সাইফুল ইসলাম (১৯)। গতকাল সোমবার সন্ধ্যায় শর্শদি ইউনিয়নের উত্তর জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাইফুল একই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি মাঠের জমি থেকে সেচ দিয়ে পানি সরাতে যান। সেখানে সেচের মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় শর্শদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানে আলম ভূঞা জানান, ঈদের দিন বিকেলে গ্রামের তরুণেরা ফুটবল খেলার জন্য একত্র হয়েছিলেন। সন্ধ্যার দিকে বৈদ্যুতিক সেচযন্ত্রের সাহায্যে মাঠে থাকা পানি বের করতে চেয়েছিলেন তাঁরা। সেচটি চালু করতে গিয়ে সাইফুল বিদ্যুৎস্পৃষ্ট হন।

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।