ফরিদপুরের চরভদ্রাসনে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক মুদিদোকানি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে উপজেলার গাজিটেক ইউনিয়নের সাহের মোল্লা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মুদিদোকানির নাম আমিনুল শেখ ওরফে বাচ্চু (৩৪)। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ চর সুলতানপুর গ্রামের বাসিন্দা মোজাহার শেখের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, একটি পুকুর ভাগাভাগি নিয়ে তাঁর চাচা সালাম শেখের সঙ্গে বিরোধ চলে আসছিল আমিনুল শেখের। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাহের মোল্লার বাজারে সালাম শেখের ছেলে আজিজ শেখের সঙ্গে আমিনুল শেখের বড় চাচা হাসেম শেখের হাতাহাতির ঘটনা ঘটে। আজ সকালে আজিজ বাজারে এলে আমিনুল শেখ দোকান থেকে এগিয়ে গিয়ে তাঁর চাচা হাসেমকে মারধরের কারণ জানতে চান। এ সময় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আজিজ শেখ আমিনুল শেখকে ছুরিকাঘাত করেন। ঘটনার পর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সকাল ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা ফারজানা আক্তার জানান, নিহত ব্যক্তির বুকের বাঁ পাশে গভীর ক্ষতবিশিষ্ট একটি আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনার পর আজিজ শেখ ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় এ ব্যাপারে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
গাজিটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াকুব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চাচাতো ভাইদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের কারণে এ হত্যার ঘটনা ঘটেছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল গফফার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।