মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে অভিযান চালিয়ে বেদখল হওয়া ৩০ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। আজ বুধবার দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্র জানায়, লাঠিটিলা দেশের অন্যতম ক্রান্তীয় চিরসবুজ বন। টিলাভূমির এ বনে বিভিন্ন ধরনের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য রয়েছে। কামাল উদ্দিন নামের স্থানীয় পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের এক বাসিন্দা দীর্ঘদিন ধরে বনের ৩০ একর জমি অবৈধভাবে দখল করে রাখেন। সেখানে পান চাষ, লেবুবাগান ও মাছের খামার করেন তিনি। বন বিভাগের লোকজন বনের বাসিন্দাদের সহযোগিতায় আজ বুধবার সকালে ওই স্থানে অভিযান শুরু করেন। বিকেলে অভিযান শেষ হয়।
জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, বনের ৩০ একর জমিতে পানগাছ লাগানো ছিল। এর মধ্যে এক একরে লেবুবাগান করা হয়েছিল। এ ছাড়া টিলার ঢালে মাছের একটি খামারও করা হয়েছিল। পান ও লেবুগাছ কেটে সাবাড় করা হয়েছে। খামারের বাঁধ কেটে পানি বের করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।