নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা চারতলা বাড়িটিতে অভিযান শুরু হয়েছে। দুপুর দেড়টায় পুলিশের বিশেষায়িত দল অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও সোয়াট সদস্যরা এই অভিযান শুরু করে। আস্তানাটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বলে জানিয়েছে পুলিশ।
এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। এটিইউ ও সোয়াটের পাশাপাশি রূপগঞ্জ থানা-পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন।
অভিযানের আগে মোহাম্মদ ছানোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, বরপা আড়িয়াবো এলাকার সৌদিপ্রবাসী জাকির হোসেনের মালিকানাধীন বাড়িটিতে এক বা একাধিক জঙ্গি সদস্য থাকতে পারে বলে তাঁদের ধারণা। তিনি জানান, গত ৮ ও ৯ জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের একটি দোতলা বাড়ির জঙ্গি আস্তানায় অভিযানের রেশ ধরে গতকাল সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরপা এলাকায় চারতলা ওই বাড়িটিকে চিহ্নিত করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সেই বাড়িটি ঘিরে রাখে এটিইউ। বাড়িটিতে একজন বোমা বিষয়ে বিশেষজ্ঞসহ একাধিক জঙ্গি সদস্য থাকতে পারে বলে তাঁদের ধারণা।
ছানোয়ার হোসেন আরও জানান, অভিযানের আগে বাড়ির সব সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাড়িটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাড়ির ঠিক কোন কক্ষে জঙ্গিরা অবস্থান করছে, তা এখনো জানা যায়নি।
বাড়িটির নিচতলার ভাড়াটিয়া মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘সকালে হঠাৎ করেই বাড়িটি পুলিশ ঘিরে ফেলে। পরে জানতে পারি বাড়িটিতে জঙ্গি রয়েছে।’
শাহনেওয়াজ জানান, প্রায় তিন মাস আগে ৪০-৪২ বছর বয়সী একজন ব্যক্তি ভবনটির তিনতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। ফ্ল্যাটটিতে দুই ছেলে-মেয়ে ও স্ত্রীসহ তিনি থাকতেন। বিভিন্ন সময় আলাপে তাঁরা জানিয়েছিলেন, নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় ওই ব্যক্তি চাকরি করেন। গত তিন দিন ধরে ওই ফ্ল্যাটটি তালাবদ্ধ বলে জানান তিনি।